রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রাজশাহী

  |   বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

জাতীয় ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রাজশাহী

চলতি বছরের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শিরোপা জিতেছে রাজশাহী ডিভিশন। বৃহস্পতিবার বরিশাল ডিভিশনকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে দলটি। রাজশাহীর পক্ষে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন জুনায়েদ সিদ্দিকি।

শেষ দিন ২ উইকেটে ১০২ রান নিয়ে খেলতে নেমে জহরুল ইসলাম অমি এবং জুনায়েদ সিদ্দিকির ব্যাটে জয়ের লক্ষ্যে এগোতে থাকে রাজশাহী। ৬৪ রান করে জহুরুল ফিরলেও জুনায়েদ তুলে নেন শতক। শেষ পর্যন্ত সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় বরিশাল। সর্বোচ্চ ৯৭ রান আসে আল আমিন হোসেনের ব্যাট থেকে। ফরহাদ রেজা দলের পক্ষে নেন চার উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল বরিশাল। মোহর শেখ একাই নিয়েছিলেন পাঁচ উইকেট। বরিশালকে অল্পতে থামিয়ে দিয়ে সুযোগ নিতে পারেনি রাজশাহী। তাঁরা প্রথম ইনিংসে করেছে মাত্র ১৬০।

মূলত মনির হোসেনের বোলিং তোপেই উড়ে গেছে রাজশাহীর ইনিংস। রাজশাহীর হয়ে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। সাব্বির হোসেন (১১), জুনায়েদ সিদ্দিকী (৭৮), জহুরুল ইসলাম (২৫) আর ফরহাদ রেজা (৩২) ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। বরিশালের হয়ে দারুণ এক হ্যাটট্রিকে একাই পাঁচ উইকেট দখল করেছেন মনির হোসেন।

বরিশাল বিভাগ:- শাহরিয়ার নাফিস, সালমান হোসেন, ফাজলে মাহমুদ রাব্বি, আল আমিন, মোসাদ্দেক হোসেন, নুরুজ্জামান, শামসুল ইসলাম (উইকেটরক্ষক), সোহাগ গাজি, কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), মনির হোসেন, তানভির ইসলাম।

রাজশাহী বিভাগ:- জহুরুল ইসলাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ, মুক্তার আলি, সাব্বির রহমান, সাব্বির হোসেন, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

টস:- রাজশাহী বিভাগ (ফিল্ডিং)
বরিশাল প্রথম ইনিংস: ৯৭
আল আমিন ২৫; মোহর শেখ (২৪/৫)
রাজশাহী প্রথম ইনিংস: ১৬০
জুনায়েদ সিদ্দিকী ৭৮; মনির হোসেন (১৪/৫)
বরিশাল দ্বিতীয় ইনিংস: ৩৪৬
আল আমিন ৯৭; ফরহাদ রেজা (৫৯/৪)
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ২৮৪/৪ (লক্ষ্য ২৮৪)
জুনায়েদ সিদ্দিকী ১২০*; তানভির ইসলাম (৬১/২)
ফলাফল: ৬ উইকেটে জয়ী রাজশাহী

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫৯ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com