বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জব্বারের বলী খেলায় ১১ বারের মতো চ্যাম্পিয়ন দিদার

  |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

jobbar

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লালদিঘি মাঠে শতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় নানা বয়সী বলির লড়াই মুগ্ধ করেছে দর্শকদের। পেশিশক্তির মোহনীয় ও অনুপম প্রদর্শনী দেখিয়ে ১১ বারের মতো জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী।
মাত্র ৩০ সেকেন্ডের লড়াইয়ে কক্সবাজারের রামুর দিদার বলী তার প্রতিপক্ষ নারায়ণগঞ্জের হাবিবুল বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।  বাংলাদেশ কাবাডি টিমের সদস্য হাবিববুল এবারই প্রথম এসেছিলেন চট্টগ্রামের জব্বারের বলী খেলায়। চ্যালেঞ্জিং বাউটে অংশ নেয়ার আগে আরো দুজন বলীকে হারিয়ে তাকে অংশ নিতে হয় আগের ১০ বারের চ্যাম্পিয়ন দিদার বলীর সঙ্গে লড়াইয়ে।
খেলা শেষে দিদার বলী জানান, চ্যাম্পিয়ন হওয়ার এই ধারা তিনি আগামীতেও অব্যাহত রাখতে চান।  আর প্রথমবারের মতো বলী খেলায় নেমেই রানার্সআপ হয়ে আনন্দিত নবাগত হাবিবুল বলী জানান, আগামীতেও জব্বারের বলী খেলায় অংশ নিয়ে চ্যালেঞ্জিং বাউট খেলে চ্যাম্পিয়ন হতে চান তিনি।
বলী খেলার চ্যাম্পিয়ন দিদার বলীকে দেয়া হয় ট্রফিসহ নগদ ১৫ হাজার টাকা এবং রানার্সআপ হাবিবুল বলী পান ট্রফিসহ নগদ ১০ হাজার টাকা।  চট্টগ্রামের বদরপাতির আবদুল জব্বার সওদাগরের প্রচলন করা এই বলী খেলার ১০৫তম আসর ছিল আজ।  এদিকে. ঐতিহাসিক জব্বারের বলী খেলাকে ঘিরে লালদিঘির মাঠ ও এর আশেপাশের এলাকায় চলছে পাচঁ দিনের বৈশাখী মেলা।
প্রসঙ্গত, বৃটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদিঘির মাঠে প্রথম শুরু হয় বলী খেলা। জব্বারের বলী খেলায় এবার ১০৩ জন বলী অংশগ্রহণ করে। প্রথম পর্বে জয়ী প্রত্যেককে এক হাজার টাকা এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. চ্যানেল আই’র পরিচালক শাইখ সিরাজ, বিসিবি’র পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড ফরহাদ হোসেন, জব্বারের বলি খেলা ও মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারীসহ অন্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১২ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com