শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছাত্রীদের নাচের অনুষ্ঠানে টাকা উড়ালেন পুলিশ কনস্টেবল! (ভিডিও)

  |   বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

ছাত্রীদের নাচের অনুষ্ঠানে টাকা উড়ালেন পুলিশ কনস্টেবল! (ভিডিও)

সংবিধান প্রবর্তনের স্মৃতিকে স্মরণ করে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে আসছে ভারত। এরই ধারবাহিকতায় গত ২৬ জানুয়ারি ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে দেশটি। আর সেদিনের এক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে স্কুলের ছাত্রীদের নৃত্য পরিবেশনকালে স্টেজে উঠে এক পুলিশ কনস্টেবলের টাকা উড়ানোর ঘটনা ঘটেছে। যা দেখে হতভম্ব শিক্ষার্থীদের মা-বাবা। এমনকি উপস্থিত অতিথিরাও। এমনই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

জি নিউজের খবর, প্রজাতন্ত্র দিবসের দিনে নাগপুরের এক জেলা পরিষদ স্কুলে আয়োজন করা হয়েছিল একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের একটি দল। ওই অনুষ্ঠান মঞ্চের কাছেই টহল দিচ্ছিলেন প্রমোদ ওয়াকি নামে ওই কনস্টেবল। অভিযোগ, হঠাৎ স্টেজে উঠে ছাত্রীদের উদ্দেশে টাকা ওড়াতে থাকেন তিনি। তাঁর এমন আচরণে হতভম্ব হয়ে যান দর্শকরা। ওই কনস্টেবলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলে শিক্ষার্থীদের পরিবার। সেদিনের ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

এ ঘটনার পর বরখাস্ত করা হয় কনস্টেবল প্রমোদ ওয়াকিকে। তিনি লিখিত আকারে শোকজের জবাব দিয়ে জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। বাচ্চাদের নৃত্য দেখে অভিভূত ছিল দর্শকরা। তারাই চেয়েছিল, টাকা তুলে বাচ্চাদের সাহায্য করতে। প্রমোদের দাবি, দর্শকদের থেকে টাকা তুলেই ওদের দিয়েছি।

পুলিশ অফিসার সন্তোষ বৈরাগেড়ে বলেন, কনস্টেবলের এ ধরনের আচরণ আপত্তিকর। তবে, শারীরিক অভিব্যক্তিতে অশ্লীলতার ছাপ ছিল না বলে দাবি পুলিশ অফিসারের।

বিডি-প্রতিদিন

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৫ | বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com