রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চিরনিদ্রায় শায়িত দেলোয়ার হোসেন

  |   রবিবার, ২০ মার্চ ২০১১ | প্রিন্ট

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।তার ইচ্ছা অনুযায়ী মানিকগঞ্জের নিজ গ্রামের পাচুরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অষ্টম ও শেষ নামাজের জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তাকে সমাহিত করা হয়। তার লাশ বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা থেকে দেবেন্দ্র কলেজে পৌঁছায়। বেলা পৌনে ১২টায় কলেজ মাঠে ষষ্ঠ নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টায় ঘিওর কলেজ মাঠে সপ্তম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরদেহের সাথে আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন নেতাকর্মীরা । শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার পঞ্চম জানাজায় উলামা দলের সভাপতি আব্দুল মালেক জানাজায় ইমামতি করেন। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় বারডেমের হিমাগারে। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার চতুর্থ নামাজে জানাজায় সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা পৌনে ১১টায় তৃতীয় নামাজে জানাজায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে সকাল সাড়ে দশটায় মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হলে বিভিন্ন দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান এম কে আনোয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র সাদেক হোসেন খোকা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ ও খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রমুখ । সুপ্রিম কোর্ট চত্বরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৫৫ মিনিটে । এতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সুপ্রিম কোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ আইনজীবী নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে বৃহস্পতিবার পুরনো ঢাকার আরমানিটোলা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে কফিন নিয়ে রাখা হয় বারডেম হিমাগারে হিমঘরে। আজ শুক্রবার সকাল ৯টায় তার কফিন বারডেম থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাড়ে ৯টায় তার লাশ হাইকোর্টে নিয়ে যাওয়া হয়। মরহুমের শেষ ইচ্ছে অনুযায়ী আজ শনিবার বিকেলে তার জন্মস্থান ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে নিজের তৈরি মসজিদ প্রাঙ্গণে তিনি চির নিদ্রায় শায়িত হবেন । প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ৭৮ বছর বয়সে গত বুধবার ইন্তেকাল করেন। পরে বৃহস্পতিবার তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হয়।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০০:৩১ | রবিবার, ২০ মার্চ ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com