শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

  |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | প্রিন্ট

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

লঘুচাপের প্রভাবে সোমবার ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয়েছে রাস্তায় বের হওয়া মানুষদের। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরম আকারে পৌঁছেছে।

সোমবার ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয় ঢাকায়। আটটার আগে বৃষ্টি পড়া বন্ধ হলেও পুরো ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।

রাজধানীর কাজীপাড়া, মিরপুর, শেওড়াপাড়া, মগবাজার, মতিঝিল, মালিবাগ, যাত্রাবাড়ী, ডেমরা এলাকায় মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষামাণ যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃষ্টির ফলে রাস্তায় জমে থাকা কাঁদায় তাদের প্যান্টের পেছনের অংশ ময়লা জমে গেছে। এতে কর্মস্থল বা বিভিন্ন কাজে বাসা থেকে বের হওয়া লোকজনের ভোগান্তি চরমে পৌঁছেছে।

উত্তরা যাওয়ার জন্য সকাল আটটার দিকে বাসের জন্য মগবাজার মোড়ে দাঁড়িয়েছিলেন একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী আনোয়ার পারভেজ। তিনি বলেন, জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়েছি। বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে রওনা হলাম।

সড়কে দেখা গেছে, আটটার আগে বৃষ্টি কমে যাওয়ায় অনেকে ছাতা ছাড়াই ঘর থেকে বেরিয়েছেন। আবার অনেকের হাতে ছাতাও দেখা গেছে। সড়কে বেরোনো মানুষের শরীরের উপরের অংশ ঠিক থাকলেও রক্ষা পায়নি নিচের অংশ। পায়ের পেছনের অংশ রাস্তায় জমে থাকা কাঁদায় নষ্ট হয়ে গেছে। যারা হেঁটে যাচ্ছেন কাঁদা থেকে বাঁচতে আস্তে আস্তে পা বাড়ালেও কাদা থেকে পায়ের পেছনের অংশ রক্ষা করতে পারছেন না।

আবহাওয়া অফিস থেকে সর্বশেষ পাওয়া তথ্যমতে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

এই অবস্থায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়াতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:২৮ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com