বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গদি উল্টে গেলেও সংবাদ প্রচারে পিছ পা হওয়া যাবে না: ইনু

  |   বুধবার, ১৬ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

গদি উল্টে গেলেও সংবাদ প্রচারে পিছ পা হওয়া যাবে না: ইনু

enu-taingail

মোস্তাক হোসেন, টাঙ্গাইল :  বস্তু-নিষ্ঠ সংবাদ প্রচারে যদি কারো গদি উল্টেও যায় তাতে পিছ পা হওয়া যাবে না উল্লেখ করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের সর্বাধিক প্রচার ও প্রসার বর্তমান সরকারের সময়ে ঘটেছে। গণতন্ত্র শক্তিশালী, মজবুত ও বিচলিত হয়েছে গণমাধ্যম কর্মীদের কারনে। গণতন্ত্রের আয়নাকে পরিস্কার-পরিছন্ন রাখার দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। পূর্বে গণমাধ্যম কর্মীদের উপর প্রশাসন, রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন হুমকী-দামকী আসতো। এখন হুমকী আসে জঙ্গীবাদীদের কাছ থেকে। যার কারনে এ পেশায় বর্তমানে অনেক ঝুকি রয়েছে। সেই ঝুকির মধ্যে থেকে গণমাধ্যম কর্মীরা কাজ করে যাচ্ছে।

সরকার ও জনগণের মধ্যে গণমাধ্যম কর্মীদের মজবুত সেতু বন্ধন তৈরী করতে হবে। তবে দায়বদ্ধতা, নিরাপত্তা ও ভারসাম্য রক্ষা করে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহবান জানান। আজ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরি পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।  এর আগে দুপুরে টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উৎযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০৩ | বুধবার, ১৬ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com