শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

  |   বুধবার, ০৫ জুন ২০১৯ | প্রিন্ট

ঈদের দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘এক হৃদয়হীনা’। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, অর্ষা, আলিফ, সাবেরী আলম, সাবিহা জামান, মোতালেব প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘রং চা’। রচনা: এজাজ মুন্না। পরিচালনা: অসীম গোমেজ। অভিনয়ে: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘সৌদি গোলাপ’। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশি, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।

রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘আমার হাতটা একটু ধরো’। রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। অভিনয়ে: নিলয় আলমগীর, স্নিগ্ধা মোমিন, ইলোরা গহর, খায়রুল বাশার প্রমুখ। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মতলব’। রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়ে: মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এ্যানি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘ভাই, পারলে মাফ করবেন’। গল্প: আমিনুল ইসলাম অনীক। চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাইদ জামান শাওন প্রমুখ।

এটিএন বাংলা

সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তুমি আমারই’। রচনা: রাজিব আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’। রচনা ও পরিচালনা: মোহন খান। রাত ৮টায় প্রচার হবে চুটকি ভান্ডার-৭ এর নাটক ‘স্বামী স্ত্রীর টক্কর’। পরিচালনা: শামীম জামান। দশ খন্ডের বিশেষ এই নাটকগুলোতে অভিনয় করেছেন আ. খ. ম. হাসান, শামীম জামান, রাশেদ মামুন অপু, জামিল, সঞ্জীব, এ্যানি খান, ফারজানা রিক্তাসহ অনেকে। রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’। রচনা ও পরিচালনা: হানিফ সংকেত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আবদুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুবর্ণা মজুমদারসহ অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল।

রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রেমের দুষ্টচক্র’। রচনা: শফিকুর রহমান শান্তনু। পরিচালনা: কায়সার আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিলয় আলমগীর, প্রাণ রায়, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি, আমিরুল ইসলাম চৌধুরী, মুকুল, সিরাজ, কাজী উজ্জ্বল প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বাও বাতাস’। রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।

বৈশাখী টিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ‘মেইড ইন ফরেন-৩’। দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে মেগা নাটক: ‘খোকা কঞ্জুস’। রচনা ও পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে: জাহিদ হাসান, ছন্দা ফরিদা, ইশানা, এলেন শুভ্র, সাব্বির অর্নব প্রিমা প্রমুখ। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘কিপ্টা দুলাভাই’। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘হাই প্রেসার’। রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে: মোশাররফ করিম, আখম হাসান, রুমানা স্বর্ণা, ফারুক আহমেদ, নাজিয়া আহমেদ, জামিল হোসেন, প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘নায়িকার বিয়ে-২’। রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: পপি, এটিএম শামসুজ্জামান, হাসান জাহাঙ্গীর, শবনম পারভিন, সাব্বির আহমেদ, জ্যাকি আলমগীর, এসএম কামরুল বাহার, বিমল ব্যানার্জী, হুমায়ুন কাবেরী প্রমুখ।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘বউয়ের দোয়া পরিবহন-২’। রচনা-আহসান আলমগীর ও পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে: আ খ ম হাসান, মৌসুমী হামিদ, আলভী, জামিল হোসেন, রাশেদ সীমান্ত, আমিরুল হক চৌধুরী, শিরিন আলম, প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘ভাবীর দোকান’। গল্প: টিপু আলম মিলন। রচনা ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে: রওনক হাসান, নাজিরা মৌ, রাশেদ সীমান্ত, কচি খন্দকার, বিনয় ভদ্র, নীলা প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘আয়না মতি’। রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: এস এম শাহীন। অভিনয়ে: রওনক হাসান, অহনা, সাজু খাদেম, ফারজানা ছবি, আল মনসুর, আব্দুল হান্নান, শেলী আহসান,সঞ্জিৎ, শায়লা প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ঈদ বোনাস’। গল্প: টিপু আলম মিলন। রচনা: মীর্জা রাকিব। পরিচালনা সাকাল আহমেদ। অভিনয়ে: জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: ‘আইজু দ্য ভাই’। রচনা ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক। পরিচালনা ফিরোজ কবির ডলার। অভিনয়ে: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর, কাজী উজ্জ্বল, আনোয়ার, ইমা প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মার ঘুরিয়ে’। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয়ে: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ‘সুলতান সুলেমান’।

রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: ‘মন বাসর’। রচনা: আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: অপূর্ব, মম, এফ এস নাঈম প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ‘ফাতমাগুল’। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘একটি বিড়াল বিড়ম্বনা’। রচনা ও পরিচালনা: কাজল আরেফিন অমি। অভিনয়ে: ইন্তেখাব দিনার, ঊর্মিলা, হিল্লোল, নওশীন, ইমতু প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: ‘মিড নাইট সোনাটা’। পরিচালনায়: হাবিব মাসুদ। অভিনয়ে: নিলয় আলমগীর, তাসনুভা তিশা প্রমুখ।

চ্যানেল নাইন

দুপুর ২টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘জীবন ছবি’। পরিচালনায়: পিকলু চৌধুরী। অভিনয়ে: সজল, তানজিকা আমিন প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ম্যারিজ পয়েন্ট’। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, এস এন জনি, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক ‘ঠিক ঠিকানা’। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাভ মিটার’। পরিচালনা: ফিরোজ খান। অভিনয়ে: এফ. এস. নাঈম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, টয়া, নাদিয়া মিম প্রমুখ।

রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ওপারে আকাশ’। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: অপূর্ব, মমসহ অনেকে। রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘মুখচোরা মজনু’। পরিচালনা: মিজানুর রহমান লাবু। অভিনয়ে: এস এন জনি, নাদিয়া, টুটুল চৌধুরী। রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ইন্দুবালা’। পরিচালনা: অনন্য মামুন। অভিনয়ে: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

রাইজিংবিডি

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ | বুধবার, ০৫ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com