শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি পালনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তবে যদি নির্বাচনী পরিবেশ গড়ে না উঠে, যদি মনে হয় ভোটে বিঘ্ন হচ্ছে তাহলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে সেই পর্যায়েই ভোট বন্ধ করে দেওয়া হবে। গাইবান্ধার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) কারো কাছে আত্মসমর্পণ করেনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত।

 

আজ (১৯ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি।

 

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।

 

উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শঙ্কার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে। তারা সচেষ্ট থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বিঘ্ন না ঘটে। নির্বাচন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যাতে কোনোভাবেই তৈরি না হয়। আমরা আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে।

 

রাশেদা সুলতানা বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে দু-এক জন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রমুখ।

 

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৫ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com