শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনুস-মিসবাহর জোড়া শতকে সুসংহত পাকিস্তান

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

pk.1..1.14

দুই অভিজ্ঞ তারকা ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ উল হকের শতকে দ্বিতীয় দিনে সুসংহত অবস্থানে পৌঁছে গেছে পাকিস্তান। বুধবার আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩২৭ রান তুলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১২৩ রানে এগিয়ে রয়েছে। হাতে অবশিষ্ট এখনো ৬ উইকেট।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১ উইকেটে ৪৬ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। তবে দলীয় ৫৯ রানের মাথায় ওয়ানডে সিরিজে ৩ শতক হাঁকানো মোহাম্মদ হাফিজ মাত্র ১১ রান করেই সুরঙ্গ লাকমালের শিকার হন। ৮৩ রানের মাথায় ওপেনার আহমেদ শেহজাদ ৩৮ রান করে শামিন্দা ইরাঙ্গার বলে সাজঘরে ফেরেন। এরপরই জুটি বাঁধেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ইউনুস ও মিসবাহ।

চমৎকারভাবে লঙ্কান আক্রমণ সামাল দিয়ে এ জুটি পাকিস্তানকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। চতুর্থ উইকেটে এই জুটি ২১৮ রান সংগ্রহের পর বিচ্ছিন্ন হয়। ইউনুস খান তার টেস্ট ক্যারিয়ারের ২৩তম শতকটি তুলে নেয়ার পর ইরাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তিনি ১৯৮ বলে ১৯ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১৩৬ রানের চমকপ্রদ এক ইনিংস খেলেন।

সঙ্গীর বিদায়েও হতোদ্যম হননি অধিনায়ক মিসবাহ। ধৈর্য্যশীল ব্যাটিংয়ের নিদর্শন রেখে দিনের শেষাবধি ব্যাট করে যান তিনি। আর এ পথেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতকটি। দিনের খেলা শেষে তিনি ১০৫ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসটি ২৫০ বলে ১৩ বাউন্ডারিতে সাজানো ছিল। দিনের শেষে তাকে সঙ্গ দেন আসাদ শফিক। তিনি ১২ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে শামিন্দা ইরাঙ্গা ৬৩ রানে ২ উইকেট নেন। সুরঙ্গ লাকমাল নেন ৮৪ রানে ১ উইকেট।

পাকিস্তান দিনশেষে ৪ উইকেটে ৩২৭ রান তুলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখন ১২৩ রানে এগিয়ে। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে এই লিডকে লঙ্কানদের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন পাক অধিনায়ক মিসবাহ উল হক।

সংক্ষিপ্ত স্কোর:  শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৪ (ম্যাথ্যুজ ৯১, করুনারত্নে ৩৮, সিলভা ২০, সাঙ্গাকারা ১৬, ইরাঙ্গা ১৪, জুনায়েদ ৫/৫৮, ভাট্টি ৩/৬৫, আজমল ২/৩২)

পাকিস্তান প্রথম ইনিংস ৩২৭/৪ (ইউনুস ১৩৬, মিসবাহ ব্যাটিং ১০৫, শেহজাদ ৩৮, মানজুর ২১, শফিক ব্যাটিং ১২, হাফিজ ১১, ইরাঙ্গা ২/৬৩, লাকমাল ১/৮৪)

Facebook Comments Box
advertisement

Posted ১৮:২০ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com