বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২

  |   সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২

স্বাধীনদেশ অনলাইন : পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অত্যন্ত বেশ কয়েকজন।সোমবার (৩ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার ভারারায় এ ঘটনাটি ঘটেছে। এর আগে, পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ রয়েছেন। বিক্ষোভ মিছিল বের করা নিয়ে রবিবার (২ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান (৫০) ও পথচারী মারুফা খাতুন (২৩)। আহত দুই পুলিশ হলেন- এসআই সাইফুল ইসলাম (৫০) ও কনস্টেবল সোহাগ মাহমুদ (৩০)। আর বাকি অন্য দুই জনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সমাপ্ত হওয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম মিরাজ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচনের দিন সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের ব্যক্তিগত অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়র মিরাজকে আসামি করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন তপন হায়দার। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

মামলা ও আগুন দেওয়ার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে দুইপক্ষের সমর্থকরা। মিছিলটি পৌর সদরের ইসলামি ব্যাংকের সামনে পৌঁছালে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৬ জন। বিক্ষোকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দায়িত্বরত দুই পুলিশ সদস্য। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৩১ | সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com