শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদিকে পেছনে ফেলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন কোরি অ্যান্ডরসন

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Kori

পাকিস্তানের শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন নিউজিল্যান্ডের বামহাতি ব্যাটসম্যান কোরি অ্যান্ডরসন। তিনি ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন।
দেড়যুগেরও বেশি সময় পর শহীদ আফ্রিদির রের্কড ভাঙলেন তিনি।

নিউজিল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে তিনি দ্রুততম সেঞ্চুরির নতুন এ রেকর্ড গড়লেন।  ১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতক করেছিলেন শহীদ আফ্রিদি। ১০২ রান করার পথে ১১টি ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছিলেন তিনি।

এদিকে, ৩৫ বলে ৯৫ রান করা অ্যান্ডারসনের পরের বলে রেকর্ড গড়তে প্রয়োজন ছিল ছয় রানের। নিকিতা মিলারের বলে ছক্কা হাঁকিয়েই ১৭ বছরেরও বেশি পুরোনো রেকর্ডটি নিজের করে নেন তিনি।  ১২টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি ব্যাটসম্যান।  পঞ্চাশে পৌঁছাতে অ্যান্ডারসন খেলেন ২০ বল। দুটি চার ও ছয়টি ছক্কায় অর্ধশতকে পৌঁছানোর পর পরের ৫০ আসে মাত্র ১৬ বলে।

একশ’র বেশি রান করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডটিও ছিল আফ্রিদির। দ্রুততম শতকের রেকর্ড গড়া ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৫৫। সেটিও নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন, রেকর্ড ভাঙ্গা ইনিংসে তার স্ট্রাইক রেট ২৮৬.৩৬।

২১ ওভারে সংক্ষিপ্ত হয়ে আসা নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৪ উইকেটে ২৮৩ রানে। শেষ পর্যন্ত ৪৭ বলে ছয়টি চার ও ১৪টি ছক্কার সাহায্যে ১৩১ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। ইনিংসে এটি তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভারতের রোহিত শর্মা (১৬) ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (১৫) কেবল তার চেয়ে এগিয়ে আছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৫৭ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com