বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই : গাজীপুরে গ্যাস লাইন ফেটে অগ্নিকান্ড

  |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

Gajipur Gas Faire

ঢাকা, ১৭ এপ্রিল : গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তিতাস গ্যাস পাইপলাইনের ফেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন সমপ্রসারণ কাজ করার সময় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক ক্ষুদ্র দোকানপাট, মসজিদ ও দুটি বাড়ি পুড়ে গেছে।
খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  জানা য়ায়, ভেক্যু দিয়ে মহাসড়কের পাশে মাটি খননের সময় মাটির নিচের গ্যাস সরবরাহ লাইনের বড় পাইপ ফেটে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মাস্টারবাড়ী বাজার জামে মসজিদসহ সড়কের পাশের হকার্স মার্কেটের দোকানপাট পুড়ে যায়।  প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম মিষ্টার জানান, আগুনে হকার্স মার্কেটের অর্ধশতাধিক দোকানপাট, বাজার জামে মসজিদ ও কয়েকটি বাড়ি-ঘর পুড়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ সড়র চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কর্মীরা একটি ভেকু (মাটি কাটার মেশিন) দিয়ে মাটি কাটার কাজ করছিল। এ সময় ভূ-গর্ভস্থ থাকা তিতাস গ্যাসের একটি পাইপ লাইন কাটা পড়ে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ২০-৩০ ফুট পর্যন্ত উপরে উঠে বলে জানান তিনি।
আগুন লাগার এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:৫০ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com