রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তরুণীসহ আটক ৫

শাহরিয়ার মিল্টন   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তরুণীসহ আটক ৫

শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। সোমবার (১৫ মে) উপজেলার হারিয়াকোনা গ্রামের সীমান্তের ১০৯৫ পিলারের পাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)। এছাড়া আটকদের সাথে থাকা ৩ জন কৌশলে পালিয়ে যায়। এরা হলেন – শ্রীবরদী উপজেলার মেঘাদল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৪), বাবেলাকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে দিলু মিয়া (২৫) ও চান্দাপাড়া গ্রামের আজহার ঘোপার ছেলে জিনু মিয়া (২৫)।

জানা গেছে, সোমবার ভোরে এক তরুণীসহ ৮ জন যুবক শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়। ওই সময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা হওয়ায় তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, আটক রফিকুল ইসলামসহ স্থানীয়দের সাথে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল। তবে আরেকটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল।

কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন বলেন, আমরা সংবাদ পেয়েছি তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। এজন্য আমরা তাদেরকে আটক করেছি। তবে আরও ৩ জন তাদের সাথে ছিল। তারা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:০০ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com