মো:আওরঙ্গজেব ভূঁইয়া, চট্টগ্রাম : আজ(6জুলাই) সকাল ৯টায় বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে একটি প্রাইভেট কার প্রবেশ করে । সন্ধ্যা দে (৩০)নামে জমজ গর্ভধারিণী একজন মা প্রবেশের আগ মুহূর্তে তার ডেলিভারি টাইম ( অন প্রসেস) হয়ে গিয়েছিল সেজন্য ডা.নুর উদ্দিন রাশেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে মেডিকেল অফিসার ডা.নাহিদা আক্তার ও ডা.সালাউদ্দিন, সিনিয়র নার্স মায়া রানী , মিডওয়াইফ মিসেস রাফীন ও উপসহকারী শিরিন আক্তার সহ সকলেই দ্রুততার সহিত সন্ধ্যা দে’র একটি বাচ্চা গাড়িতে ডেলিভারি করান এবং আরেকটি বাচ্চা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নিয়ে এসে এন বি ডি রুমে ডেলিভারি করান ।
ডা. নুর উদ্দিন রাশেদ জানান , সকালে রোগীর ভাই সুমন দে তার বোনের প্রসব বেদনা উঠলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান । সে হাসপাতাোলে যমজ বাচ্চা দেখে এবং অবস্থা তেমন ভালো নয় বলে চট্টগ্রাম মেডিকেলের রেফার করে দেন । ইতিমধ্যে রোগীর ভাই সময় ও রোগীর অবস্হা চিন্তা করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । আসার সময়ে তার বোনের প্রসব কার্যক্রম শুরু হয়ে যায় আমরা খবর পেয়ে অতি দ্রুত ডাক্তার নার্স মিড মিডওয়াইফ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সকলে মিলে প্রথম বাচ্চাটি গাড়িতে প্রসব করানো হয় এবং দ্বিতীয় বাচ্চাটি দ্রুত হাসপাতালে নিয়ে এসে নরমাল ডেলিভারি রুমে নিয়ে করানো হয় ।
জানা যায় ,সন্ধ্যা দে( ৩০ )’র বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় দারোগাহাট স্বামীর নাম চন্দন দে । মা এবং বাচ্চা উভয়ই আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে।
Like this:
Like Loading...
Related