
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট
মঙ্গলবার (৯ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে প্রতীক বরাদ্দের বিষয়টি জানানোর পরই প্রচারে নামেন নৌকার প্রার্থী। এ সময় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
মেয়র নির্বাচিত হলে কী করবেন সেই পরিকল্পনার কথা জানিয়ে আজমত উল্লা বলেন, মেয়র হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, জবাবদিহিতামূলক-স্বচ্ছ পৌর প্রশাসন গড়ে তোলা এবং গাজীপুরকে পরিচ্ছন্ন নগরে পরিণত করতে চাই। এই শিল্প এলাকায় আমরা যেন সুষ্ঠুভাবে অক্সিজেন নিতে পারি সেজন্য বনায়নেরও ব্যবস্থা করব।
এছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি জোনে একটি করে ডে কেয়ার প্রতিষ্ঠিত করার কথা জানান নৌকার প্রার্থী।
আজমত উল্লা ছাড়া অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।
অপর দুই স্বতন্ত্র প্রার্থী মো. হারুন আল রশীদ ঘোড়া এবং সরকার শাহানুর ইসলাম পেয়েছেন হাতি।
এছাড়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপ্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ এবং জাকের পার্টির মো. রাজু আহমেদ গোলাপফুল প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে ইভিএমে ভোটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সূএ :ঢাকা পোস্ট ডডটকম
Posted ০৮:৪১ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain