নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শার্শা পৌর কাযালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ট্রাক প্রর্তীকের প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, সকাল থেকে নৌকার প্রার্থী ভোট কারচুপি করছে। ট্রাকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারা জোর করে ভোট নিচ্ছেন। আমার এজেন্টদের মারধর করা হচ্ছে। আমি এ নির্বাচন বয়কট করলাম।
Posted ০৭:১৩ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain