নওগাঁ প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় শতাধিক শিক্ষার্থীকে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পুরাতন কোর্ট চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মাহমুদ আকতার। চলমান প্রচন্ড শীতকে উপেক্ষা করে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ রাবেয়া খাতুন বেলী, মৌসুমী এনজিওর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমূখ। পরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়া করতে হবে আর তার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় কিশোর, কিশোরীদের অংশগ্রহণ করানোর জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং মৌসুমী এনজিওকে ধন্যবাদ জানান।