নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশির কৃষি উন্নয়ন ও শিল্পের বিকাশ ঘটেছিল জিয়াউর রহমানের হাত ধরে। তার সময়েই আমরা তৈরি পোশাক, চিনি ও চিংড়ি রপ্তানি করেছি। তার সময়ে অপরিচিত অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ট্রেক্সটাইল, সুগার মিল ও সার কারখানা প্রতিষ্ঠা করতে তিনিই বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করেছিলেন।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে কৃষি উন্নয়ন ও শিল্প বিকাশে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র কায়েমের কথা বলেছেন। প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যেতে গ্রাম সরকার গঠন করেছিলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. শাহজাহান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।
Posted ০৮:১২ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain