শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৩ হাজার কোটি টাকার মালিক এখন ‘কপর্দকশূন্য’!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

২৩ হাজার কোটি টাকার মালিক এখন ‘কপর্দকশূন্য’!

তার মোট সম্পদের পরিমাণ ছিল ২.১ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার কোটি টাকার বেশি। অথচ এখন তিনি ‘কপর্দকশূন্য’। অর্থাৎ তার ২.১ বিলিয়ন ডলারের সম্পদ এখন শূন্যে নেমে এসেছে।

নাটকীয় এই পতনের মুখোমুখি হয়েছেন ভারতের শিক্ষা-প্রযুক্তি জায়ান্ট বাইজুসের (Byju’s) প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। ফোর্বসের ২০২৪ সালের বিলিয়নিয়ারের তালিকা থেকেই এই তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাইজুস দ্রুত সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপে পরিণত হয়েছিল। ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি তার সর্বোচ্চ মূল্যে পৌঁছেছিল। কোম্পানির উদ্ভাবনী শিক্ষামূলক অ্যাপ ভারতের শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে বলে মনে করা হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এমবিএ শিক্ষার্থীরাও এর দ্বারা উপকৃত হয়েছে। তবে প্রতিষ্ঠানটির আর্থিক সমস্যা ফাঁস এবং নানা বিতর্কে পর এর মূল্য তলানিতে এসে ঠেকেছে।

বাইজুস-এর আর্থিক সমস্যাগুলো প্রকাশ্যে আসে ২০২২ সালের মার্চে। সে সময় প্রতিষ্ঠানটি ১ বিলিয়নেরও বেশি লোকসানের তথ্য প্রকাশ করে। ফলে এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। একপর্যায়ে রবীন্দ্রনকে প্রতিষ্ঠানের সিইও পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয় শেয়ারহোল্ডাররা।

২০২৩ সালে বিদেশে ফান্ডিং বিধি সংক্রান্ত ভারতীয় আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয় বাইজুসের বিরুদ্ধে। ভারতীয় সংস্থা ইডির পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।

এরপর গত বছরের অক্টোবরে ব্যবসায়িক পুনর্গঠন শুরু করেছিল প্রতিষ্ঠানটি। পাঁচ শতাধিক কর্মীকেও ছাঁটাই করা হয়। তবে গত তিন মাস ধরে প্রতিষ্ঠানটি তার অবশিষ্ট কর্মীদের বেতনই দিতে পারছে না বলে জানা গেছে।

উল্লেখ্য, এবার ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান পাওয়া ২ হাজার ৭৮১ জনের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪.২ ট্রিলিয়ন ডলার। আর গত বছরের বিলিয়নিয়ারের তালিকা থেকে ১৮৯ জন বাদ পড়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১১ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com