শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩০০ বছরের পুরোনো কবরস্থানে মিললো মূল্যবান নেকলেস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

১৩০০ বছরের পুরোনো কবরস্থানে মিললো মূল্যবান নেকলেস

ইংল্যান্ডের নর্দাম্পটনের কবরস্থানে ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি নেকলেস পাওয়া গেছে। অ্যাংলো সেক্সন যুগের কবরস্থানটিতে সুউচ্চ ভবন তৈরির জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসে এই অলংকারটি। যা সোনা এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি।

 

যুক্তরাজ্যের মিউজিয়াম অব লন্ডন এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, নেকলেসটি ৬৩০-৬৭০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। তাদের মতে, এখন পর্যন্ত যুক্তরাজ্যে পাওয়া পুরোনো নেকলেসগুলোর মধ্যে এটি সবচেয়ে দামি। রোমান মুদ্রা, সোনা, গার্নেট, কাঁচ, মূল্যবান পাথরের অন্তত ৩০টি দুল এবং পুঁতি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। নেকলেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো চারকোণা বিশিষ্ট একটি দুল। এটি তৈরি হয়েছে লাল রঙের গার্নেট এবং সোনা দিয়ে।

 

মিউজিয়াম অব লন্ডন আরও জানিয়েছে, প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, যে কবরস্থান থেকে নেকলেসটি পাওয়া গেছে সেটি ধনী নারীদের ছিল অথবা রাজকীয় কবরস্থান ছিল। সেখান থেকে কারুকার্যখচিত দুটি পাত্র এবং একটি থালাও পাওয়া গেছে।

 

মহামূল্যবান এ নেকলেসটি পাওয়ার ব্যাপারে মিউজিয়াম অব লন্ডনের সাইট সুপারভাইজার লেভান্তে-বেনস বালাজেস বলেছেন, ‘যখন মাটির ভেতরে সোনার প্রথম ঝলকটি দেখা যায়, আমরা বুঝতে পেরেছিলাম এটি বিশেষ কিছু হবে। কিন্তু এটি কতটা বিশেষ সেটি বুঝিনি।’

তিনি জানিয়েছেন, এই নেকলেসটি খুব সম্ভবত কোনো খ্রিস্টান নারী দলপতির ছিল। কারণ এটিতে ক্রস চিহ্ন পাওয়া গেছে।  সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৫ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com