শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না: রিজভী

  |   রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না: রিজভী

অবৈধ স্বৈরাচার দুর্নীতিবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পতনের মধ্য দিয়ে মানুষের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।’

রোববার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীর মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।,

রিজভী বলেন, ‘আজকে চারদিকে শুধু আগুন। মানুষের বাড়িঘর জ্বলছে। ঢাকার বস্তি গ্রাস করার জন্য, দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। গোটা জাতির নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। বাড়িঘরের নিরাপত্তা নাই। বেঁচে থাকার নিরাপত্তা নাই।’

তিনি বলেন, ‘আজকে মানুষ নিজের ঘরবাড়িতে থাকতে পারছে না, ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন। কোনো স্বৈরাচারের উন্নয়নের কথায় জনগণের উন্নয়ন হয় না। জনগণের কল্যাণ বয়ে আনে না। সরকারের মন্ত্রী-এমপিরা যখন উন্নয়নের কথা বলেন তখন বুঝতে হবে হাজার কোটি টাকা দুর্নীতির ষড়যন্ত্র চলছে।’.

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘করোনা হু হু করে বাড়ছে। আজ হাসপাতালে বেড নেই। রোগীরাও চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। করোনায় মৃত্যুবরণ করছেন। সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। করোনার মধ্যে সরকারের লোক আগুন দিয়ে মানুষকে গৃহহীন করছে।’,

ত্রাণবিতরণ অনুষ্ঠানে ঢাকা পশ্চিম ছাত্রদল সভাপতি কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মাহমুদ বাবু, আমিনুর রহমান লিটন, এইচ এম মোজাম্মেল, মাজহারুল ইসলাম রাসেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২২ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com