সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সেনাপ্রধান নিয়ে ইমরানের বক্তব্য রোগাক্রান্ত মানসিকতার প্রতিফলন’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট

‘সেনাপ্রধান নিয়ে ইমরানের বক্তব্য রোগাক্রান্ত মানসিকতার প্রতিফলন’

সেনাপ্রধানকে নিয়ে ইমরান খানের বক্তব্যকে রোগাক্রান্ত মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঈর্ষান্বিত হয়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলেও মনে করেন পাক প্রধানমন্ত্রী।

 

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে জামিন পাওয়ার পর লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান। এর আগে আদালতে শুনানির ফাঁকে ইমরান খান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি সব কিছুর জন্য সরাসরি সেনাপ্রধানকে দায়ী করেন। তিনি বলেন, যা কিছু ঘটছে, তার জন্য একজনই দায়ী, তিনি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।

ইমরান খানের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার এক টুইটবার্তায় শাহবাজ শরিফ বলেন,সেনাপ্রধান সম্পর্কে ইমরান নিয়াজির (ইমরান আহমেদ খান নিয়াজি) বক্তব্য তার রোগাক্রান্ত ও ঈর্ষান্বিত মানসিকতার প্রতিফলন।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, আইএসআই (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) এর ডিজি থাকাকালীন বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইমরান খানের দুর্নীতির সিন্ডিকেট বের করেছিলেন। সেই কারণেই প্রথম দিন থেকেই সেনাপ্রধানকে অপমান করে চলেছেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, শহীদদের স্মৃতিস্তম্ভের অপবিত্রতা এবং জাতীয় স্থাপনায় হামলা আমাদের রাজনীতিতে একটি অকল্পনীয় নিম্নমানের কাজের প্রতিনিধিত্ব করে। জাতি তার সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং তাদের বিরুদ্ধে যেকোনও অপচেষ্টা নস্যাৎ করবে।

 

দুই দিনের নাটকীয়তা, দেশজুড়ে সহিংসতা ও দীর্ঘ সময় আদালতে শুনানির পর অবশেষে বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্ট তার আটকের ঘটনাকে অবৈধ হিসেবে রায় দেওয়ার পর তাকে জামিন দেয় হাইকোর্ট।

 

শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় পুনরায় শুনানি শুরু হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানকে দুই সপ্তাহের জামিন মঞ্জুর করে ইসলামাবাদ হাইকোর্ট।

 

আদালতে বিচার চলার সময় ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাকে আবার গ্রেফতার করা হয়, তবে পাকিস্তানজুড়ে অস্থিরতা শুরু হতে পারে। এ বিষয়টিতে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্কও করেন।

ঘরে ফেরার সময় এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, আমি শেষ পর্যন্ত লড়ে যাবো ।সূএ :ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৪৭ | শনিবার, ১৩ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com