রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বর্জ্য শোধনাগার নির্মাণ বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এ জেড ভূঁইয়া   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | প্রিন্ট

সীতাকুণ্ডে বর্জ্য শোধনাগার নির্মাণ বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত 
সীতাকুণ্ড(চট্টগ্রাম) : বিশ্বের উন্নয়নশীল দেশ জাপান। সে জাপান সরকার  যেখানে বর্জ্য শোধনাগার তার দেশে করার অনুমতি দেয়নি সেই বর্জ্য শোধনাগার বাংলাদেশে কেন? তাও আাবার চট্টগ্রামের সীতাকুণ্ডে কেন? চট্টগ্রামের সীতাকুণ্ডে এশিয়ার বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের মতো একটি পর্যটন এলাকায়। যা কোনভাবেই করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সীতাকুন্ড উপজেলার সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এস.এম আল মামুন। একই সঙ্গে তিনি সমাধান হিসেবে শেখ মুজিব শিল্প নগরে এই বর্জ্য শোধনাগার করার পরামর্শ দেন প্রকল্প কর্মকর্তাদের।
২৩মে,বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলার  সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)আয়োজিত সভায়  উপজেলার ফকিরহাটস্হ বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক সীতাকুণ্ড সংলগ্ন পৌরসভা এলাকায় জাহাজভাঙ্গা শিল্পসহ অন্যান্য শিল্পের বর্জ্য ট্রিটমেন্ট স্টোরেজ ও ডিসপোজাল ফ্যাসিলিটি স্থাপন সংক্রান্ত বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস.এম. আল মামুন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম,সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাহমিনা আরজু, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো: সোলায়মান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। ঊল্লেখ্য,এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক খসড়া প্রতিবেদনের উপর অংশীজনদের সাথে মতবিনিয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১৪:৩০ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com