বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে কবি ফয়েজ উদ্দীন লোদীর ‘ আশাবাদী প্রতিবাদ ‘ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

  |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

সিলেটে কবি ফয়েজ উদ্দীন লোদীর ‘ আশাবাদী প্রতিবাদ ‘ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

16709469_1271754002884069_1683004950_o

নিজস্ব প্রতিনিধি :  কবি ফয়েজ উদ্দীন লোদী সমাজের কল্যাণকামী মানুষের একজন। মানুষের প্রতি তার অকৃত্রিম দরদ আমাদেরকে অনুপ্রাণিত করে। তার রচিত ‘আশাবাদী প্রতিবাদ’ কাব্যগ্রন্থ সমাজের নিপীড়িত, অসহায় মানুষের প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব) এম. আতাউর রহমান পীর ।

প্রবাসী কবি ফয়েজ উদ্দীন লোদী রচিত ‘আশাবাদী প্রতিবাদ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন  আমাদের সবাইকে মনুষ্যত্বের চর্চা করতে হবে। মানবিকতা প্রতিষ্ঠার জন্যে আমাদের কণ্ঠকে আরো বলিষ্ঠ করতে হবে। । শাহজালাল সিটি কলেজ-এর অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে গতকাল শনিবার হোটেল সুপ্রিম-এর উদ্যোগে আয়োজিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উপদেষ্টা কবি লাভলী চৌধুরী, এমসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ দীদার চৌধুরী। কবি হোসনে আরা কলি ও মোঃ হাবিবুর রহমান চৌধুরী মামুনের যৌথ উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস- সিবিএর-এর সভাপতি আব্দুর রহমান, রোটারিয়ান ইকবাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুসলেহ উদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আকমল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইছামতি কলেজের দর্শন বিভাগের প্রভাষক জ্যোতিষ মজুমদার। অনুভূতি প্রকাশকালে কবি ফয়েজ উদ্দীন লোদী বলেন ,পৃথিবীর যেখানে মানবতার উপর যখনই আঘাত লক্ষ্য করেছি, সেসময়ই আমার কবিতা লেখার প্রেরণা জেগেছে। আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। মানবতার জন্য যেখানে থাকবে শুধু ভালোবাসা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ গোলাম রব্বানী বলেন, কবি ফয়েজ উদ্দীন লোদী তার কবিতার মাধ্যমে আমাদেরকে ইতিহাসের কাছে নিয়ে গেছেন। তার কবিতা আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে প্রেরণা যোগায়। কবির বড় ভাই বিশিষ্ট ব্যাবসায়ী নিজাম উদ্দিন লোদীর সাথে আলাপ কালে তিনি বলেন ছোট বেলা থেকেই সে ছিলো খুবই অধ্যাবসায়ী । লেখাপড়ায় ছিলো মেধাবী , লেখাপড়া চলাকালীন সময়েই আমরা একসাথে যুক্তরাজ্যে চলে যাই সেখানে ও কলেজে গিয়ে বিজনেস এর উপর লেখাপড়া করে সে ব্যাবসা শুরু করে এবং খুবই অল্প দিনে সেই ব্যাবসা এবং সে নিজেই খুব পরিচিতি লাভ করে।

বিদেশে থাকলেও দেশের প্রতি ছিলো গভীর ভালোবাসা । দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ইস্যু নিয়ে সব সময়ই কাজ করেছে এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বাংলাদেশে ও ব্যাবসা শুরু করে মিরাবাজারে তার প্রতিষ্ঠিত হোটেল সুপ্রিমে অনেক মানুষের কাজের সুযোগ করে দিয়েছে। আজ তার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন তাই আমি বলবো পরিশ্রমেই মানুষকে তার লক্ষ্য স্থানে নিয়ে পৌছায়।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৪ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com