শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক সম্প্রীতি রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা অগ্রগণ্য : অধ্যক্ষ শেরগুল আহমেদ

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

সামাজিক সম্প্রীতি রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা অগ্রগণ্য : অধ্যক্ষ শেরগুল আহমেদ
সুনামগঞ্জ  প্রতিনিধি :  সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে সামাজিক সম্প্রীতি বিষয়ক ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তব্যে পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেছেন, দিন দিন আমাদের সমাজ ব্যবস্থা ভেঙ্গে পরছে। তুচ্ছ ঘটনাকে নিয়ে সমাজে অশান্তি দেখা দিচ্ছে। এর জন্য সমাজ এবং সোসাল মিডিয়া অনেকটা দায়ী। দেখা যায়, সোসাল মিডিয়ায় কোন একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে সমাজে অশান্তি দেখা দিচ্ছে কিন্তু কেউ বিষয়টা যাচাই করেই দেখেন না। আমি আশা করবো এসব বিষয়ে শিক্ষার্থীরা এগিয়ে আসবে। সকল অপপ্রচার ও গোজব থেকে সমাজকে রক্ষা করবে। আমি মনে করি তথ্য প্রযুক্তির এ যুগে সামাজিক সম্প্রীতি রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা অগ্রগণ্য।
তিনি আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সময়োপযোগী একটি বিষয়ের উপর শিক্ষার্থীদের ধারণা দিচ্ছেন। এসব কার্যকম আমার কলেজে বাস্থবায়ন করলে আমি আপনাদের সব সময় সহযোগিতা দিতে প্রস্তুত। বুধবার সকাল ১০ টা থেক বেলা ১ টা পর্যন্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়মাহতাব মিয়া, ফেরদৌস রহমান সাগর, মো. আখলাকুর, আলী আজগর, মেহেদী হাসান ইমন, মো. জয়নাল আবেদীন, মো. তায়েফ মিয়া, জাহাঙ্গীল আলম, জাকারিয়া মিতুল, মো. পাভেল আহমদ, মো. ফারুক রশিদ, ফয়সল আহমদ সেলিম, লোকমান হোসেন, সোহিন আলম, জাহাঙ্গীর, পাভেল হোসেন, আল-মামুন, আশিক-উর-রহমান, জাহিদুল ইসলাম, জান্নাত, সেলিনা আক্তার পান্না, সাদিয়া, নাহিদা আক্তার, হোসনা আক্তার, রিপা ইসলাম, সুবর্ণা আক্তার, সাদিয়া বেগম, তানিয়া আক্তার, ইমা, খাদিজা আক্তার, রিমা বেগম, ইমা আক্তার, তানজিদা হক আলো, ফাহমিদা আক্তার রিয়া। ওয়ার্কশপটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশর আবু বক্কর সিদ্দিক রুবেল ও মোজাম্মেল হক।
Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৮ | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com