শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকার ‘স্টেলমেন্টে’ আটকে গেছে: মঈন খান

  |   শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ | প্রিন্ট

সরকার ‘স্টেলমেন্টে’ আটকে গেছে: মঈন খান

রাজনীতির দাবা খেলায় সরকার ‘স্টেলমেন্টে’ আটকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকার এখন এমন অবস্থায় আছে যে তারা সামনেও এগোতে পারছে না, আবার পিছনেও যেতে পারছে না।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনঃ সংকট ও উত্তরনের একমাত্র উপায়’ শীর্ষ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

আজকে দেশকে রাজনীতির অচল অবস্থা থেকে মুক্ত করতে গেলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে দাবি করে ড. আব্দুল মঈন খান বলেন, তাকে মুক্তি দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বাধা কোথায়? ২০১৪ সালের এক তরফা নির্বাচন দিয়ে সরকার কি পেরেছে সংকট সমাধান করতে? পারে নাই। আজকেও যদি তারা আবারও এক তরফা নির্বাচন করতে চায় তাহলেও এই সংকটের সমাধান হবে না। এই ‘ডেডলক’ থেকে, ‘স্টেইলমেন্ট’ থেকে সরকার বের হতে পারবে না।

তিনি বলেন, একদলীয় নির্বাচন এই দেশের রাজনৈতিক সমস্যা সমাধান নয়। এটা বিএনপিকে বুঝলে হবে না, দেশের মানুষ বুঝলে হবে না। এটা সরকারকে আগে বুঝতে হবে। একটি সত্য বুঝতে হবে, সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান। কখনও সংবিধানের দোহাই দিয়ে জনগণকে দাসত্ব করানো যাবে না। মানুষের প্রয়োজনে আমরা সংবিধান তৈরি করি, মানুষের প্রয়োজনে সংবিধান লঙ্ঘন করে আবার নতুন করে সংবিধান প্রণয়ন করে। এর ইতিহাস শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে আছে।

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপির আর্দশ এ দেশের মানুষের কল্যাণ সাধন। এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা।

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জাহাঙ্গী‌রের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহ, সাবিরা নাজমুল, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৪৩ | শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com