শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে : সেলিমা

  |   সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | প্রিন্ট

সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে : সেলিমা

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার বহির্বিশ্বের কাছে মাথা নত করে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, তিস্তা নদীর পানির জন্য উত্তরবঙ্গ হাহাকার করছে। অথচ তিনি মানবতার খাতিরে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন ভারতকে। সে পানি দেয়ার কারণে এদেশের জনগণের কী অবস্থা হবে, সেটার দিকে তার নজর নেই। আসলে জনগণের ওপর সরকার এক ধরনের প্রতিশোধ নিচ্ছে।

রোববার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সেলিমা রহমান।

সেলিমা বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু দিতেই জানেন, নিতে জানেন না। তিস্তার জন্য উত্তরবঙ্গ হাহাকার হয়ে গেছে। এটার জন্য প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই। তার ভূমিকা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কীভাবে খুশি করবে সে বিষয়ে। তিনি মানবতার খাতিরে ফেনী নদীর পানি দিয়ে চলে এসেছেন। সে পানি দেয়ার কারণে এদেশের জনগণের কি অবস্থা হবে, সেটার দিকে তার নজর নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আজকে বিপন্ন। ১৯৭১ থেকে ৭৫-এর যে ছবি আমরা দেখেছি, আজকেও আমরা তাই দেখছি। গণতন্ত্রকে হত্যা করে বাকশালের কায়দায় দুঃশাসন চলছে। আজকের সরকারের মুখের একমাত্র বুলি হলো উন্নয়ন।’

আইন সরকারের অধীনে চলছে বলেও মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘আমরা জানি উন্নয়ন বলতে কী হচ্ছে। আমরা জানি কেন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, কেন তার জামিন হচ্ছে না। তার জামিন না হওয়ার প্রধান কারণ দেশে আইনের শাসন নেই। আইন সম্পূর্ণভাবে চলছে সরকারের অধীনে।’

সেলিমা বলেন, ‘সরকার জানে এদেশের জনগণ কখনোই তার সরকারকে পছন্দ করে না, করবেও না। কারণ, তারা যতবারই ক্ষমতায় আসে ততবারই দেখা যায়, নারী ধর্ষণ, শিশু হত্যা, যুবক হত্যা, খুন-গুম, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করে না। তারা ব্যাংক লুট করে, দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একদম শেষ করে দিয়েছি। আজকে জনগণের পেটে লাথি মারছে। পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়ছে, কিন্তু বিমানে করে নিয়ে আসার চেষ্টা করছে। এতেও তারা সফল হয়নি। পেঁয়াজের দাম আবারও বেড়েছে।’

জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১৩ | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com