শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের অবহেলা-ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট

সরকারের অবহেলা-ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবহেলা আর ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।

ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা শুধু গতকালকেই নয়, আরও অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ, তারা জনগণের প্রতিনিধি নয়।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সমাবেশ করতে দেয় না, আমাদের মিটিং করতে দেয় না; কারণ তাদের ভয়- আমরা না-কি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত, আজ হোক বা কাল হোক এ দেশের গণঅভ্যুত্থানের বিস্ফোরণ হবে।

খন্দকার মোশাররফ বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এ দেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কা যদি পারে, বাংলাদেশে অতি শিগগিরই সেদিন আসবে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক নাদিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৫ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com