শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেরপুরে আজকের তারুণ্য ৫০০ তাল বীজ রোপণ করবে

  |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট

শেরপুরে আজকের তারুণ্য ৫০০ তাল বীজ রোপণ করবে

শাহরিয়ার মিল্টন ,শেরপুর : বজ্রপাতপ্রবণ এলাকা শেরপুর জেলায় প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে জেলার বিভিন্ন স্থানে তাল বীজ রোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলাসহ অন্য আরও ৪ উপজেলায় তাল বীজ রোপণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য।

গত ২০ নভেম্বর শেরপুর জেলা শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে তাল বীজ বপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া। তিনি বলেন, শেরপুর জেলা বজ্রবাতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এ জেলায় প্রতি বছর বজ্রপাতে কৃষকসহ অনেকেই মারা যাচ্ছেন। বজ্রপাত রোধে তাল গাছ ব্যাপকভাবে ভূমিকা রাখে। বর্তমান তরুণ সমাজ মোবাইল, ইন্টারনেট ও গেমসে আসক্ত। আজকাল স্কুল-কলেজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তারা অনেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এসব কিছু পেছনে ফেলে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য তাল বীজ রোপণ কার্যক্রম হাতে নিয়েছে। যা অত্যন্ত প্রশংসনীয় কাজ।

এ সময় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক, নাগরিক সংগঠন জন উদ্যেগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সংগঠনটির উপদেষ্টা এবিএম শফিকুল ইসলাম শান্ত ,সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, সহ সভাপতি জাহিদুল খান সৌরভ, আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক তাহসিন মাসরুফ তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তি আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজিয়া পপি, প্রচার সম্পাদক মো. আমানুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, আমরা বজ্রপাত রোধে তাল বীজ রোপণ করছি। আমাদের ইতোমধ্যে ২০০ বীজ রোপণ সম্পন্ন হয়েছে। আজকের তারুণ্য থেকে শেরপুরের পাঁচ উপজেলায় ৫০০ তাল বীজ রোপণ করা হবে।

এ ব্যাপারে শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে বলেন, আমাদের দেশে তালগাছ কমে যাওয়ায় বর্ষা মৌসুমের প্রায় সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বেশি বেশি তাল বীজ রোপণ করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০৫ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com