শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শক্তিশালী বিরোধী দল গড়তে সরকারে যায়নি জাপা

  |   সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | প্রিন্ট

শক্তিশালী বিরোধী দল গড়তে সরকারে যায়নি জাপা

শক্তিশালী বিরোধী দল গঠন করতে জাতীয় পার্টি সরকারে যোগ দেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথ বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি অন্যতম। জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি।’

তিনি বলেন, ‘আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি, সরকারের ভূল ত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া মানেই জনগণের উপকার করা। বিরোধিতা মানেই সরকারের সকল কর্মকাণ্ডের বিরোধিতা নয়, কিংবা জনগণের কষ্টদায়ক কর্মসূচি দেয়া নয়।

দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে তাদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই। তাই দেশের রাজনীতিতে আগামী দিনে জাতীয় পার্টির সম্ভাবনা উজ্জ্বল।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, পল্লবী থানার সভাপতি আমানত হোসেন আমানত, মিরপুর থানার সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, দারুস সালাম থানার সভাপতি হাসান হামিদ, শাহ আলী থানার সভাপতি মাহফুজ মোল্লা, কাফরুল থানার সভাপতি শামসুল হক, রামপুরা থানার সভাপতি কাজী আবুল খায়ের।

পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন পেয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সঙ্গে খারাপ আচরণ করছে।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, নির্মল দাস, শেখ মাতলুব হোসেন লিয়ন, ফখরুল আহসান শাহজাদা, আনিস উর রহমান খোকন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, সুমন আশরাফ, হাবিব উল্লাহ, এটিইউ আহাদ চৌদুরী শাহীন, ডা. সেলিমা খান, মাহমুদুর রহমান মুন্নি, এনাম জয়নাল আবেদিন, তাসলিমা আকবর রুনা, সীমানা আমির, ছাত্রসমাজের আহ্বায়ক মো. জামাল উদ্দিন, মহানগর নেতা রাজ মোহাম্মদ ওমর ফারুক, আলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, নুরুল হক নুরু, মো. ইব্রাহিম, আবুল বাশার, আব্দুল আজিজ খান, আব্দুস সাত্তার, এন.এম. সেলিম, এস.এম. হাশেম, মোস্তাফিজুর রহমান নাঈম, মামুনুর রহমান, কামাল হোসেন, আসলাম, মোহাম্মদ আলী, সরদার নজরুল ইসলাম, নাজমুল ইসলাম নয়, হাজী সিরাজ, খলিল মোল্লা ও শেখ নাসির উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৪৩ | সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com