শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেজাল্ট যা-ই হোক ছাত্রলীগ হলেই চাকরি

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

d u -chattra league

১৭ মার্চ:  ভালো রেজাল্ট থাক না থাক ছাত্রলীগের কর্মীদের চাকরি দিতে হবে- এমন দাবি তুলেছেন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক। সোমবার বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় ঢাবি শিক্ষক সমিতির সরকার সমর্থিত নীল দলের  আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজ এ দাবি করেন।

অধ্যাপক আজিজ বলেন, ছাত্রলীগের নেতাদের রেজাল্টের প্রয়োজন নেই। তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা। তাদের আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই।

তাই বর্তমান সরকারের আমলে কেবল ছাত্রলীগকেই চাকরি দেয়ার দাবি জানান তিনি।

ড. আজিজ বলেন, বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে বিভিন্ন দাবির ফিরিস্তি তুলে ধরেন। আজ তারা কোনো দাবি জানাননি। তাদের পক্ষ থেকে আমিই দাবি জানাচ্ছি যে, ছাত্রলীগের সব নেতাকর্মীকে চাকরি দিতে হবে।

তিনি বলেন, চাকরির জন্য ছাত্রলীগের এক নেতাকে নিয়ে এক মন্ত্রীর কাছে গিয়েছিলাম। কিন্তু ওই ছাত্রলীগ নেতার সব কয়টিতে ‘থার্ড ক্লাস’ থাকায় মন্ত্রী চাকরি দিতে অস্বীকৃতি জানান। তখন আমি ওই ছাত্রলীগ নেতার জামা খুলে তার গায়ে থাকা ক্ষতচিহ্ন দেখাতে বলি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ছাত্রলীগের প্রত্যেকে অবশ্যই চাকরি পাবেন। তবে সেটা তার মেধা, প্রতিভা ও শিক্ষাগত যোগ্যতার জোরে পাবেন। কারো অনুকম্পা বা করুণায় নয়। কারণ, ছাত্রলীগ কারো করুণা বা অনুকম্পার পাত্র নয়।

সভায় আরো ছিলেন- বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com