বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে ইসি নিয়ে শরিকদের সঙ্গে বসছেন খালেদা

  |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

রাতে ইসি নিয়ে শরিকদের সঙ্গে বসছেন খালেদা

সদ্য গঠিত নির্বাচন কমিশন সম্পর্কে দল ও জোটের অবস্থান জানাতে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে নতুন নির্বাচন কমিশন সম্পর্কে প্রতিক্রিয়া জানানো হবে।

গতকাল রাতে যখন নির্বাচন কমিশন গঠনের ঘোষণা আসে তখনও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপাসন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, মঙ্গলবার জোটনেত্রী শরিকদের সঙ্গে বসবেন। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে দল ও জোটের প্রতিক্রিয়া।

সূত্র জানায়, নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ক্ষুব্ধ। ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারকে উৎখাতে আমলাদের নিয়ে গঠিত জনতার মঞ্চের সঙ্গে যুক্ত একজনকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে বলে অভিযোগ দলটির। এই কমিশনকে বিএনপি প্রত্যাখ্যান করবে কি না এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। রাতে জোট নেতাদেরও সঙ্গেও একই বিষয়ে আলোচনা হবে।

নতুন নির্বাচন কমিশন নিয়ে দলের প্রতিক্রিয়া জানতে  পক্ষ থেকে বিএনপির দুজন ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। এদের একজন শামসুজ্জামান দুদু। তিনি কে বলেন, ‘এখনই কিছু বলতে পারছি না। আগে বিস্তারিত জানি এরপরে মন্তব্য করতে পারবো।’

আরেক ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান  বলেন, ‘আমি কেবল শুনলাম নতুন নির্বাচন কমিশনে কারা আসছেন তাদের নাম। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা নেই। তাই এখন নয়, আগে তাদের বিষয়ে জেনে পরে কথা বলবো।’

নানা জল্পনা কল্পনার পর সার্চ কমিটির সুপারিশ করার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে (কে এম নুরুল হুদা) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করেন। আর নতুন নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরীকে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানিয়েছেন নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদারের নাম প্রস্তাব করেছে বিএনপি। নির্বাচন কমিশনার পদে সার্চ কমিটির সুপারিশ করা আটজনের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের নামও বিএনপি প্রস্তাব করেছিল। তবে তার নাম বিবেচনায় নেয়া হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৩২ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com