শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাঙ্গুনিয়ার ১২ স্থানে বসছে কোরবানির পশুর হাট, ইজারা প্রদান

  |   সোমবার, ০৪ জুলাই ২০২২ | প্রিন্ট

রাঙ্গুনিয়ার ১২ স্থানে বসছে কোরবানির পশুর হাট, ইজারা প্রদান
এম. মতিন, চট্টগ্রাম : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে রাঙ্গুনিয়ার ১২ স্থানে বসছে কোরবানির পশুর হাট। এর মধ্যে ২টি স্থায়ী পশুর হাটের বাইরে ৯ ইউনিয়নে ৯টি ও পৌরসভার অধীনে ১টিসহ ১০টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ জুলাই) এ ১০ অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ বছর উপজেলার স্থায়ী ২টি পশুর হাট রানীরহাট ও রোয়াজারহাটের বাইরে আরও ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিদ্ধান্তমতে উপজেলার ৯ ইউনিয়নে ৯টি ও পৌরসভার অধিনে ১টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর ইজারা দেয়া হয়।
উপজেলা প্রশাসনের ইজারা চূড়ান্ত হওয়া পশুর হাট গুলো হলো, উপজেলার অধীনে  ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়ার ব্রক্ষ্মোত্তর রাস্তার মাথা, মরিয়মনগর চৌমুহনী বিল, কোদালা বাজার, চন্দ্রঘোনা ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট রোড, দঃ রাজানগরের ধামাইরহাট বাজারের মুখ হতে গাগড়া ব্রীজ পর্যন্ত সড়কের উভয় পার্শ্ব,পদুয়ার রাজারহাট বাজার সংলগ্ন খালি জায়গা, শিলকের শিলক দীঘিরপাড় বাজার সংলগ্ন উন্মুক্ত জায়গা, পোমরার শান্তিরহাট বাজার ও বেতাগীর রামগতিরহাট আফজল চৌধুরী দীঘিরপাড় সংলগ্ন আশপাশের খালি জায়গায় অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে।
পৌরসভার অধিনে ১টি স্থান চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোডাউন বাজারে অস্থায়ীভাবে পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়নি। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার কিছু বাধ্যবাধ্যকতা। এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী জানান, পৌরসভাসহ রাঙ্গুনিয়া উপজেলায় ১০টি পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। স্থায়ী হাটগুলোসহ ইজারার বাইরে কোথাও হাট বসার অনুমতি নেই। যদি কেউ কোথাও অবৈধভাবে হাট বসায় উপজেলা প্রশাসন  ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কের পাশে যেখানে যান চলাচল বিঘ্ন হতে পারে সেখানে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এক্ষেত্রে সড়কের ওপরে পশুর হাট বসানো বন্ধ করতে সংশ্লিষ্ট এলাকার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৫ | সোমবার, ০৪ জুলাই ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com