শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

  |   সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

morelgonj-photo-09-01-17

মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ  : বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭। আজ সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু। এর পূর্বে বেলা সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু।আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার,জেলা পরিষদ সদস্য আফরোজা খাতুন,অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার,উপজেলা কৃষক লীগ আহবায়ক আ.হালিম জোমাদ্দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মো. আশীক ইয়ামীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

এ ছাড়াও শোভাযাত্রায় পৌরসভাধীন সরকারী বালিকা বিদ্যালয় ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ উন্নয়ন মেলায় পরিবার পরিকল্পনা দপ্তর, মৎস্য, কৃষি, জনস্বাসাস্থ্য, সমাজসেবা, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মহিলা বিষয়ক অধিদর, ভূমি অফিস, উপজেলা পরিষদ, বিআরডিবি, পরিসংখ্যান, ভ্যাট ও আয়কর, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ ৩৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল প্রদর্শন করে। স্টলগুলোয় আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামান্য তথ্যচিত্র প্রদর্শনী চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৪৩ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com