বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটারদের বের করে দিচ্ছে পুলিশ:রুহুল কবির রিজভী

  |   সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | প্রিন্ট

ভোটারদের বের করে দিচ্ছে পুলিশ:রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি পুলিশও ভোটারদের ভোট দিতে না দিয়ে কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন তিনি।

এদিকে আজ সকাল ৯ টা থেকে ঝিনাইদহ জেলার মহেষপুর ও চট্টগ্রাম জেলার সাতকানিয়াতে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রিজভী বলেন, ‘সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের সেখানে ঢুকতে দেয়া হয়নি। মহেষপুরে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে এবং রাস্তার মোড়ে-মোড়ে লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী। একই অবস্থা সাতকানিয়াতেও। এই দুই উপজেলাতে আওয়ামীগের সাথে পাল্লা দিয়ে পুলিশও ভোটারদের বের করে দিচ্ছে।’

রিজভী বলেন, ‘এই দুই উপজেলায় ভোটের নামে প্রকাশ্যে ভোট জালিয়াতির উৎসব শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে অবহিত করলে তারা দেখছি বলে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যারা ২৯ শে ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন করে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা অরণ্যে রোদন।’

নির্বাচন কমিশন সরকারের জাদুর বাক্সে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দিনের নির্বাচন রাত্রে করে এবং ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত দেখায়। বিগত নির্বাচনগুলোতে যে সমস্ত ভোটাররা জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট দিয়েছে, কিন্তু ভোটার তালিকায় এখন তাদের মৃত দেখানো হচ্ছে।’

রিজভী বলেন, ‘এই জাদুকর প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের অধীনে নির্বাচনে প্রকৃত ভোটারদের ভোট দেয়ার অধিকার নেই। যে সরকার দেশ, মাটি, পানি, গ্যাস বিক্রি করে, যারা দেশের সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেয়, তারা কখনই সুষ্ঠু নির্বাচন দেবে না।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৩৯ | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com