শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি গণতন্ত্রের ময়ূর নয়, স্বৈরতন্ত্রের কাক: ইনু

  |   বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

বিএনপি গণতন্ত্রের ময়ূর নয়, স্বৈরতন্ত্রের কাক: ইনু

বিএনপি গণতন্ত্রের ময়ূর নয়, বরং তারা স্বৈরতন্ত্রের কাক বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঐতিহাসিক সলঙ্গা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএন‌পি গণতন্ত্রের দোহাই দিয়ে রাজনীতির মাঠে ঘোরাফেরা করছে বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, বিএনপি একাত্তর ও ২১ আগস্টের খুনিদের পক্ষে কথা বলছে। যারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় ও তাদের পক্ষে কথা বলে, তারা আসলে গণতন্ত্রের ময়ূর না, তারা স্বৈরতন্ত্রের কাক।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গণতন্ত্রের ময়ূরদের ঠোকরাচ্ছে। এ জন্য সুষ্ঠু নির্বাচন হওয়ার পরও তারা নির্বাচনের ফলাফল বানচালের জন্য নতুন চক্রান্ত করছে।

তিনি বিএনপি-জামায়াতকে জাতির কাছে মাফ চেয়ে, তওবা করে রাজনীতি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নতুন প্রজন্ম অনেকেই সলঙ্গা বিদ্রোহের ইতিহাস জানে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার বাবা কথা দিয়েছিলেন সলঙ্গাকে থানা ঘোষণা করবেন। পরবর্তীতে আমি যখন ১৯৯৬ সালে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করি তখন সলঙ্গাকে থানা হিসেবে ঘোষণা করি।

তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো সলঙ্গাকে যেন উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এর ঐতিহ্য স্মরণীয় করে রাখতে ঢাকার ভেতরে যেন একটি স্মৃতিফলক স্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শহিদুল ইসলাম ও গণআজাদী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ শামসুল আলম, গণআজাদী লীগের সিনিয়র সভাপতি ডক্টর নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৯ | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com