শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশি পাহারায় জাবি ভিসির ক্যাম্পাস ত্যাগ

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

পুলিশি পাহারায় জাবি ভিসির ক্যাম্পাস ত্যাগ

jb

অবশেষে সরকারের উচ্চ মহলের নির্দেশে ক্যাম্পাস ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার আড়াইটার দিকে পুলিশি পাহারায় বাসভবন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন অধ্যাপক আনোয়ার। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান মোল্লা ও  সাভার সার্কেলের এএসপি রাসেল শেখের নেতৃত্বে  অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতে বের হন তিনি। তবে তিনি এখনই পদত্যাগ করছেন না বরং শারীরিক অসুস্থতার কারণে আরো পাঁচ দিন তিনি ছুটিতে থাকবেন বলে জানা গেছে। ভিসির  অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করবেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ।
ভিসি বাসভবন ছেড়ে দেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অন্যদিকে ভিসি আনোয়ার হোসেন অপসারিত না হওয়া বা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলরত শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
ভিসির চলে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান। সরকারকে ধন্যবাদ জানিয়ে  বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ঐক্য ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে এবং চলমান সর্বাত্মক ধর্মঘট চলবে

Facebook Comments Box
advertisement

Posted ১৮:২০ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com