| মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে খাঁটি আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন।
সিইসি প্রসঙ্গে ফারুক বলেন, নুরুল হুদা খাঁটি আওয়ামী লীগার। তিনি জনতার মঞ্চের খাঁটি নেতা ছিলেন। তাকে কী কারণে নিয়োগ দেওয়া হয়েছে? সরকার ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন কীভাবে হবে তার ট্রেনিং দেওয়ার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বেছে বেছে আওয়ামী নির্বাচন কমিশন গঠন করেছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।
নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে ক্ষমতাসীনদের আলোচনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের দাবি অনুযায়ী নির্বাচন করতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতেই হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, অনুগ্রহ করে ২০১৪ সালের মতো আর ফাঁকা মাঠে গোল দেবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নাজমুল হাসান রনি, শরিফুল ইসলাম প্রমুখ।
Posted ০৮:২১ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain