শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নরওয়ের পার্লামেন্টে ভবন, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নরওয়ের পার্লামেন্টে ভবন, কিন্তু কেন?

বোমা হামলার হুমকি পেয়েছে নরওয়ের পার্লামেন্ট। আর তারপরই পার্লামেন্ট ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নরওয়ের পার্লামেন্ট ভবনের আশপাশের রাস্তাগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি।

পার্লামেন্ট এলাকায় থাকা সাধারণ মানুষকেও সরে যেতে বলা হয়েছে। তবে সংসদের স্বাভাবিক কার্যক্রম বহাল রয়েছে।

পার্লামেন্ট এলাকায় সশস্ত্র পুলিশ সদস্যদের কড়া টহল বসানো হয়েছে। অসলোর কেন্দ্রে অবস্থিত ভবনটির দিকে বেশ জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নরওয়ে পুলিশ সাধারণত বন্দুক বহন করে না।

নরওয়েজিয়ান দৈনিক ভিজি জানিয়েছে, নরওয়েজিয়ান পার্লামেন্ট স্টরটিংয়ে এমন হামলার হুমকি পাওয়ার পর সেখানে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বিভাগের পক্ষে গ্যাব্রিয়েল ল্যাংফেল্ড জানিয়েছেন, যে তাদের কাছে ‘তৃতীয় পক্ষের জন্য বিপদ আছে এমন কোনো তথ্য নেই’ এবং ‘কেউ আহত হয়েছে এমন কোন তথ্য নেই।’

স্টরটিয়ের নিরাপত্তা বিভাগের প্রধান পাল মুঙ্ক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিটি পাওয়া গেছে।

পুলিশ স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৪৮ মিনিটে হুমকি সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে, ভিজি জানিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২১ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com