রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে নাশকতা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীরা জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

নাটোরে নাশকতা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীরা জেলহাজতে

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় নাশকতার দুই মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিন আবেদন করলে তা নামঞ্জু করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক অম্লান কুসুম জিষ্ণু।

আসামিরা হলেন- বাগাতিপাড়া উপজেলার হারুনূর রশিদ, আবু রায়হান, মোশারফ হোসেন, নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান এবং লালপুর উপজেলার নজরুল ইসলাম মোলাম, আবেদ আলী মণ্ডল, মেহেদী হাসান আরিফ, গিয়াস উদ্দিন ও লুৎফর রহমান।

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে বাগাতিপাড়ার বিহারকোল এলাকায়  নাশকতা করার জন্য জড়ো হন নেতাকর্মীরা। এ সময় অভিযান চালিয়ে দুটি ককটেল ও চারটি পেট্রল বোমাসহ চারজনকে আটক করেন পুলিশ। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক এ জে মিন্টু ১০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

অন্যদিকে একই দিন ভোরে লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। বৃহস্পতিবার দুটি মামলার ১১ জন আসামি আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জু করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:২১ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com