রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীগঞ্জ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  |   রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

নবীগঞ্জ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16409291_1885520648343250_1973699966_o

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সমাজসেবার অঙ্গিকার নিয়ে গঠিত বাউসা ইউনিয়ন যুব কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বাউসা পয়েন্টে গরীব দুস্থ ও অসহায় ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নং বাউসা ইউনিয়ন যুব কল্যান ট্রাষ্টের আহবায়ক মুহিবুর রহমান চৌধুরী এর সভাপত্বিতে ও যুগ্ম আহবায়ক ডাঃ সুজিত দাশ এবং বাউসা যুব সংঘের সভাপতি ট্রাষ্টের সদস্য আলী হাছান লিটন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ট্রাষ্টের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই।

বিশেষ অতিথি ছিলেন বাউসা গ্রামের তরুণ উদিয়মান সমাজ সেবক যুক্তরাজ্য লাফবরাহ শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ মাসুক মিয়া, আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি শফিকুর রহমান শফিক, বিশিষ্ট মুরুব্বি হাজি আব্দুল মতিন, শাহ নুর মিয়া, যুব কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সদস্য চৌধুরী বাজার শাহ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের নির্বাহী পরিচালক মোঃ ইছমত আহমেদ, ওমর শরীফ মহসিন, মোঃ ফরিদ আহমেদ, কুহিন চৌধুরী।

এতে বক্তব্য রাখেন বাউসা যুব সংঘের উপদেষ্টা ও সাবেক সভাপতি বাছিতুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, গুলজার আহমেদ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম। এতে উপস্থিত ছিলেন বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, আব্দুল আজিজ,শাহ লিটন মিয়া, শাহ লিফন আহমেদ, বাউসা যুব সংঘের অন্যতম সদস্য শাহ লিংকন আহমেদ, মান্না মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বলেন আমি যতদিন বাঁচব আমার প্রাণের ইউনিয়নবাসীর সেবা করে যাব।

তিনি বলেন বাউসা ইউনিয়ন যুব কল্যাণ ট্রাষ্ট গরিব দুস্থ ও অসহায় পরিবার গুলোকে প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করেছে। আমার বিশ্বাস বাউসা যুব কল্যাণ ট্রাষ্ট নিপিড়িত ও নির্যাতিত মানুষের সেবায় সব সময় অগ্রনী ভূমিকা রাখবে। আমি বাউসা ইউনিয়ন যুব কল্যাণ ট্রাষ্টের সর্বাঙ্গিন সফলতা কামনা করি। বিশেষ অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী শাহ মাসুক মিয়া বলেন আমার চিন্তা চেতনাই শুধু অসহায় মানুষদের-কে নিয়ে। আমার সাধ্যমত সব সময় এসব অসহায় পরিবারকে সহায়তা করে তাকি। এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নেও আমার সহযোগিতা অব্যাহত আছে এবং সব সময় থাকবে। তিনি আরো বলেন আমাদের পাশ্ববর্তি গহরপুর গ্রামে মসজিদের সংস্থার কাজে আমি চার লক্ষ টাকা অনুদান প্রদান করেছি ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৯ | রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com