শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে : হাকিম আলী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট

দেশকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে : হাকিম আলী

ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।  এ স্মার্ট দেশ গড়তে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। তাই সামনের দিনে আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তিস্বার্থ না দেখে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

২০ মে ২০২৩ শনিবার সন্ধ্যায় গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কের স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

অর্থ সম্পাদক জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি এম এ  হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, ছোটন শীল, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল হোসেন, মোঃ রনি, অজিত বড়ুয়া, মোঃ অপু, মোহাম্মদ আজাদ, মোঃ মাহবুব আলম, জাফর আহমেদ শওকত, মোঃ আলমগীর হোসেন।

পরে উৎসব-মূখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৬ | রবিবার, ২১ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com