বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২ আসনের প্রার্থী নিজ বাসায় অবরুদ্ধ কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ

  |   বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

ঝিনাইদহ-২ আসনের প্রার্থী নিজ বাসায় অবরুদ্ধ কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী এড আব্দুল মজিদ নিজ বাসায় অবরুদ্ধ। তিনি নৌকার সমর্থকদের হামলা ও হুমকীর কারণে মাঠে নামতে পারছেন না। ফলে গ্রামে গ্রামে গনসংযোগত তো দুরের কথা নির্বাচনী পোষ্টার, ব্যানার ও হ্যন্ডবিল পর্যন্ত তিনি পাঠাতো পারছেন না। যারা তার বাসায় এ সব নিতে আসছেন তাদেরকে মারধর করা হচ্ছে। মজিদ অভিযোগ করেন যে মুহুর্তে গোটা জাতি বিজয় দিবস পালন করছে। সেই মুহুর্তে আমি নিজ বাসায় বন্দি। কর্মী সমর্থকদের নিয়ে আমি শহর, ইউনিয়ন, পাড়া, মহল্লা ও গ্রামে যেতে পারছি না। আমার গনসংযোগের খবর পেয়েই নৌকার সমর্থকরা অস্ত্র সস্ত্র নিয়ে আগে থেকেই ওৎ পেতে থাকছে। এ অবস্থায় গ্রাম থেকে আমার শহরের বাসায় নেতাকর্মীরা পোষ্টার, ব্যানার ও হ্যন্ডবিল নিতে আসছে। তাদেরও মারধর করা হচ্ছে। শহরের পবহাটী গ্রামের সৃজনী মোড়, উজির আলী স্কুলের সামনে ও কলাবাগান পাড়ায় স্বসস্ত্র প্রহরা বসানো হয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের। এই সন্ত্রাসীরা গত ৩/৪ দিনে আমার অনন্ত ১৫/২০ জন নেতাকর্মীকে মারধর করেছে। মজিদ সংবাদ মাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তা ও জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ পত্রে এ সব কথা উল্লেখ করেন। তিনি দাবী করেন আমার নির্বাচনী এলাকায় ন্যায় বিচার তো দুরের কথা নুন্যতম কোন মানবিকতা ও মানবাধিকার মানা হচ্ছে না। এদিকে ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ গণসংযোগ শেষে ফেরার পর বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্মিসংযোগ করা হয়েছে। রোববার রাতে এই হামলায় ৫ জন আহত হন। প্রতিপক্ষরা চাপরাইল বাজারের গোস্ত ব্যবসায়ী ফুল মিয়ার ৭০ হাজার টাকা লুট করে। তার দোকানে আগুন ধরিয়ে দেয়। গোমরাইল বাজারের নাজমুলকে মারধর করে বলে ফিরোজ এক লিখিত অভিযোগে জানান। তবে কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী এ সব খবর অস্বীকার করে জানান এ সব খবর আমাকে কেও জানায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com