রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াতকে নিয়ে সরকারি খেলা শুরু হয়েছে : দুদু

  |   শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

জামায়াতকে নিয়ে সরকারি খেলা শুরু হয়েছে : দুদু

জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সরকার বিভিন্ন সময়ে চলমান ইস্যুগুলোকে ধামাচাপা দেয়ার জন্য একেক সময় একেক নাটক করে। জামায়াতকে প্রথম আলোসহ অন্যরা সামনে নিয়ে এসেছে। একটা সরকারি খেলা শুরু হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারির একটি বয়ান নিয়ে। মনে হচ্ছে জামায়াত ছাড়া বাংলাদেশে আর কোনো ইস্যু নাই।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার রচিত দুটি বইয়ের রচনা পাঠ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

দুদু বলেন, ‘জামায়াত তো কোনো সমস্যা না। জামায়াত যদি রাজনীতিতে ভুল করে তারা সেটা সংশোধন করবে অথবা তারা তাদের সিদ্ধান্ত নেবে। কিন্তু বাংলাদেশে যে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে, বন্দুকের নল দিয়ে সরকার ক্ষমতায় এসেছে- এটা নিয়ে মিডিয়াতে আলোচনা সেভাবে নেই, শুধু জামায়াত আর জামায়াত।’

তিনি বলেন, ‘আমি মনে করি জামায়াত নিয়ে যাদের আলোচনা করার কথা তারা করবে। বন্দুকের নল দিয়ে যে একটি সরকার ক্ষমতায় এসেছে এই বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।’

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে- এটা মাথায় নিয়ে রাস্তায় নেমে এর পরিবর্তন আনতে হবে, তবে বন্দুকের নল দিয়ে নয় জনসমর্থন দিয়ে। তিনি বলেন, ‘আমরা এরশাদকে বাড়ি ফিরেয়েছি, আইউব খানকে বাড়ি ফিরেয়েছি, তৃতীয় আইউব খান হচ্ছে শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদু বলেন, ‘আমি আজকের পত্রিকায় দেখলাম একজন ভাই তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। কি মর্মান্তিক অথচ সরকারের আচরণ দেখলে মনে হয়, কিছুই হয়নি।’

সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, কবি আবদুল হাই শিকদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তৃতা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৬ | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com