রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে : রব

  |   বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আজকে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করছি। আর প্রতিবাদ নয়। এবার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠের আন্দোলন গড়ে তুলতে হবে। ঐক্যফ্রন্টকে বাঁচিয়ে রাখতে হবে।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতি আখ্যায়িত করে এর প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় ঐক্যফ্রট। বিকেল ৩টায় কর্মসূচি শুরু হয়ে শেষ হয় ৪টায়।

রব বলেন, ঐক্যফ্রন্ট ছিল আছে থাকবে। এসময় লাখ লাখ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে খালেদা জিয়াসহ সবার মুক্তি দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে এবং গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে মানুষ আহত ও নিহত হয়েছে। মানুষ এখন কথা বলতে পারে না।’

৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জেএসডি সভাপতি বলেন, ‘সন্তান প্রসবের আগের রাতে সন্তানকে হত্যা করা হয়েছে। মানে ৩০ নয়, ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করা হয়েছে।’

আ স ম আবদুর ররের ভাষ্য, ‘আজকে ডাকাতি করে উৎসব চলছে। এই উৎসবে শকুনেরা বসেছে। সব প্রতিষ্ঠান, দল ও ব্যক্তির অধীনে নেয়া হয়েছে। রাষ্ট্র আজ ধ্বংস। সব লুট হয়ে গেছে। যে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ম করে, সে দেশের ভবিষ্যৎ থাকে না।’

আবদুস সালামের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপি নেতা সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী আবুল বাশার, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুল ইসলাম হাবীব, এম এ আউয়াল খান, শামীমুর রহমান শামীম, শিরিন আক্তার, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেএসডির আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:০১ | বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com