রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে ইউপি চেয়ারম্যানের হাতে মেম্বার লাঞ্চিত

  |   বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

ছাতকে ইউপি চেয়ারম্যানের হাতে মেম্বার লাঞ্চিত

maramari

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে কর্মসৃজন প্রকল্প নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে ওয়ার্ড মেম্বার লাঞ্চিত। উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ৫নং ওয়ার্ডের পীরপুর হইতে সিকান্দরপুর সড়কে কর্মসৃজনের আওতায় সড়কের উন্নয়নের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ আসে। প্রজেক্ট কমিটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ৫নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমানের মধ্যে দ্বন্দ দেখা দেয়। নিয়ম অনুযায়ী ৫নং ওয়ার্ডের মেম্বার প্রজেক্টের চেয়ারম্যান হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান মছব্বির মেম্বারকে প্রজেক্ট চেয়ারম্যান নিয়োগ দিতে আপত্তি জানান। প্রজেক্ট  চেয়ারম্যান কেন নিয়োগ দেওয়া হবেনা এ ব্যাপারে মেম্বার চেয়ারম্যানের কাছে জানতে চাইলে চেয়ারম্যান মেম্বারের প্রতি ক্ষিপ্ত হয়ে মেম্বারের উপর চড়াও হন। এক পর্যায়ে মেম্বারের উপর হামলা চালালে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা পর্যন্ত ঘটে।

এ ব্যাপারে আজিজুর রহমান মেম্বার জানান, ৫নং ওয়ার্ডের পীরপুর হইতে সিকন্দর পুর রাস্তার উন্নয়ন প্রজেক্ট চেয়ারম্যান নিয়োগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে, চেয়ারম্যান উত্তেজিত হয়ে অহেতুক ভাষায় গালাগালি করে বলেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে ভোট না দেওয়ার কারনে উপরের নির্দেশে প্রজেক্ট চেয়ারম্যান নিয়োগ দেয়া হবেনা বলে জানান। অগ্রাধিকারের ভিত্তিতে প্রজেক্ট চেয়ারম্যান নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে দাবি করলে চেয়ারম্যান আরো উত্তেজিত হয়ে হামলা চালান বলে আজিজুর রহমান জানান।

মেম্বার আজিজুর রহমানের উপর হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যান আব্দুল মছব্বির বলেন, প্রজেক্ট নিয়ে মেম্বারের সাথে কিছু কথাবার্তা হয়েছে। চেয়ারম্যান মছব্বির আরো বলেন, আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com