শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরের কাপাসিয়ায় ১৩ দিনব্যাপী বইমেলা শুরু

  |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট

গাজীপুরের কাপাসিয়ায় ১৩ দিনব্যাপী বইমেলা শুরু


মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : ‘এসো বই পড়ি, জেগে উঠি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ‘বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার’র উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ১৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে বইমেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা শহরের মরহুম খালেদ খুররমের বাস ভবন প্রাঙ্গনে আয়োজিত বইমেলা পরিচালনা কমিটির আহবায়ক কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবনী ও আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র কাপাসিয়ার উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনী, দেয়াল পত্রিকা, উন্মুক্ত বই পড়া প্রতিযোগিতা, বই পড়া ও মুক্ত আলোচনা, বই পড়ে শিশুদের গল্প শোনানো, মানচিত্রে কাপাসিয়া স্থান পেয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের সেরা শিল্পী মাসুমা সুলতানা সাথী মনোজ্ঞ গান পরিবেশন করেন। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৫ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com