শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খুনি জিয়া দেশে গুমের রাজনীতির প্রবর্তক: পরশ

  |   বুধবার, ৩১ আগস্ট ২০২২ | প্রিন্ট

খুনি জিয়া দেশে গুমের রাজনীতির প্রবর্তক: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘ইদানীং দেখছি, বিএনপি-জামায়াত গুম নিয়ে কথা বলছে। দেশে গুম সংস্কৃতি, গুমের রাজনীতির প্রবর্তক খুনি জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। আমি তার প্রত্যক্ষ সাক্ষী।

 

তিনি বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যদের বর্ডারে এগিয়ে দিয়ে আসার সময় আমার চাচির মেজ ভাই বাচ্চু মামাকে কর্নেল শাহরিয়ার তুলে নিয়ে যায়। তাকে আর ফিরে পাওয়া যায়নি।

আজ(৩১ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

শেখ পরশ বলেন, ‘গুমের রাজনীতি শুরু হয় পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই। আমি তার জ্বলন্ত উদাহরণ। এখন তারা আবার গুমের কথা বলে। তাদের নেতাকর্মীদের দেখা যায় কিছুদিন কোথাও গাঢাকা দিয়ে থাকেন, আবার হঠাৎ করে উদয় হন। তখন তারা আবার এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। তারা (বিএনপি-জামায়াত) ২০০১-২০০৬ সালে আমাদের কত নেতাকর্মীকে গুম, হত্যা করেছেন, তার হিসাব দিয়ে তারপর কথা বলেন।’

 

তিনি বলেন, ‘শেখ হাসিনার কাউকে গুম করার দরকার পড়ে না। কেন গুম করবে শেখ হাসিনার সরকার? শেখ হাসিনা সরকার মানুষের অধিকারে বিশ্বাস করে। অধিকার নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ সারাজীবন সংগ্রাম করে আসছে। আমাদের কোনো গুমের রাজনীতি করার প্রয়োজন হয় না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই করি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী লীগ ও যুবলীগের সৃষ্টি হয়েছিল এ দেশের দরিদ্র ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের মধ্যদিয়ে। আমরা সেই রাজনীতিরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং রেখে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আজ বিরোধী মহল এ বিশ্বমন্দা ও সংকটময় পরিস্থিতি, করোনা উত্তরণের প্রাক্কালে, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা নিয়ে তারা খেলার চেষ্টা করছে। এটাই তাদের চরিত্র। এটা সবসময় হয়ে আসছে।

 

শেখ পরশ আরও বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু যখন মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ব্যবস্থা নিচ্ছিলেন, সংস্কার সাধন করছিলেন, তখনো একই জিনিস ঘটেছে। এ ষড়যন্ত্র নতুন কোনো ষড়যন্ত্র নয়। যখনই এ দেশের দরিদ্র মানুষের জীবনের উন্নয়নের সুযোগ দেখা দেয়, তখনই স্বাধীনতার শত্রু, স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় হয়ে ওঠে।’

Facebook Comments Box
advertisement

Posted ১৭:২৭ | বুধবার, ৩১ আগস্ট ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com