শনিবার ২৫শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের দাবি হাছানের

  |   শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

খালেদার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের দাবি হাছানের

৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছিলো তাদের বিচার করা হোক। দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে (খালেদা জিয়া) আইনের আওতায় আনা হোক।’
শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়া সমাবেশ করার ঘোষণা দেন বিশৃঙ্খলা করার জন্য বলে অভিযোগ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের ৫ জানুয়ারি উনারা যেভাবে অগ্নি সংযোগ করে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিলেন, এ বছরও সারাদেশে কালো দিবস পালনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন। তাদের উসকানিতে বরিশালসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা হয়েছে। আমি বলবো, এসব ঘটনার জন্য বেগম খালেদা জিয়া দায়ী।’

এর আগে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন, এবার উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে । কিন্তু বাংলার জনগণ আপনাদের বিচার করবেই। এ বছর ৫ জানুয়ারি বেগম জিয়া আদালতে হাজিরা দিয়েছেন, আগামী বছর ৫ জানুয়ারি আপনাকে কারাগারে থাকতেও হতে পারে।’

৫ জানুয়ারি নির্বাচনকে বিএনপি গণতন্ত্র হত্যার দিবস হিসেনে পালন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের এ নেতা। হাছান মাহমুদ বলেন, ‘৫ জানয়ারি নির্বাচন না হলে গণতান্ত্রিক সরকার থাকতো না, ২০০৭ সালের মতো অগণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হতো। বিএনপি নেত্রী যে স্বাধীনভাবে কথা বলছেন, সমাবেশের ডাক দিচ্ছেন এটা সম্ভব হতো না। বিএনপি নেতারা যে বড় বড় কষা বলেন সেটা সম্ভব হতো না।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৩০ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com