শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোটি টাকায়ও সন্তান চান না কোরীয় নারীরা!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

কোটি টাকায়ও সন্তান চান না কোরীয় নারীরা!

সম্পর্ক, বিয়ে, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছাই নেই দক্ষিণ কোরিয়ার মেয়েদের। একা ও আত্মনির্ভর স্বাধীনভাবে বাঁচতেই চাইছেন তারা। এদিকে জনসংখ্যাও কমছে দক্ষিণ কোরিয়ায়। সন্তান নিতে উৎসাহ বাড়াতে তাই কোটি কোটি টাকা খরচ করছে সরকার। সন্তান জন্ম দিলে শিশুর দেখাশোনা, পড়াশোনার জন্য প্রতি মাসে সেই পরিবারকে মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

 

অনেকদিন ধরে ফিনল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং ইরানের মতো দেশ জনসংখ্যা বাড়াতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সন্তান নিতে উৎসাহিত করার জন্য সরকারপক্ষের তরফে নানারকম পরিকল্পনাও করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে, সন্তানের জন্ম দিলে শিশু ১ বছর বয়স অবধি প্রতি মাসে প্রায় ৫৪০ ডলার করে দেওয়া হবে (বাংলাদেশি ৫৪ হাজার টাকা প্রায়)। কোরিয়ান প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন, ২০২৪ সালের মধ্যে এই টাকা আরও বাড়িয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে।

an girls

কিন্তু উদ্বেগের বিষয় হল, টাকা দিলেও সন্তান নিতে চাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার মেয়েরা। তিন সন্তানের মা কিম ইয়ে-ইয়ুন বলছেন, সন্তানের পড়াশোনা ও দেখভালের খরচ অনেক। বেসরকারি স্কুল বা কলেজে পড়াতে হলে যে পরিমাণ খরচ লাগে তা সরকার দেয় না। ফলে খরচ সামলানো সম্ভব হয় না। তাছাড়া সন্তানের মা হলে, চাকরির ক্ষেত্রেও অনেক বাধার মুখোমুখি হতে হয় মেয়েদের।

 

কিম জি-ইয়ে বলছেন, তিনি কখনওই সন্তান নিতে রাজি ছিলেন না। কারণ, একটি সন্তানকে বড় করে তুলতে অনেক সমস্যা পোহাতে হয় এই দেশে। পড়াশোনার খরচ তো আছেই, সন্তান হলে মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি দিতেও চায় না অনেক কোম্পানি। তাই সন্তান মানুষ করা এখানে ঝক্কির কাজ।

 

ইয়ান-ওয়া একজন ওয়েব কমিক আর্টিস্ট। তার বক্তব্য, এখানে মেয়েরা স্বাধীন থাকতেই পছন্দ করছেন। কারণ গর্ভবতী হলে চাকরির ক্ষেত্রে তেমন সুযোগসুবিধা পাওয়া যাচ্ছে না। অনেক কোম্পানি দাবি করে, মা হলে সন্তানের দিকেই বেশি মনোযোগ থাকবে, কাজকর্মে ফাঁকি দেবে মেয়েরা। এমনও হয়েছে যে মা হওয়ার খবর শুনেই সেই মেয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হয়েছে অফিসে যাতে সে চাকরি ছেড়ে দেয়। তাই সবদিক ভেবেই সন্তান নিতে চাচ্ছেন না এই দেশের মেয়েরা।

 

চাকরি অবস্থায় কোন নারী গর্ভবতী হলে সে যাতে বৈষম্যের শিকার না হয়, সেজন্য দক্ষিণ কোরিয়ায় আইন রয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। দক্ষিণ কোরিয়ার মেয়েদের বক্তব্য, সরকার যতদিন সবদিক থেকে সুবিধা না দেবে ততদিন এখানকার মেয়েরা একা ও স্বাধীনভাবে বাঁচতেই বেশি পছন্দ করবে।

সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৫ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com